চিকিৎসক জান্নাত হত্যা মামলা, পেছাল প্রতিবেদন জমার তারিখ

Looks like you've blocked notifications!
সিএমএম আদালতের ফাইল ছবি

নারী চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিককে হত্যার ঘটনায় প্রেমিক রেজাউল করিম রেজার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু, মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এর প্রেক্ষিতে বিচারক নতুন দিন ধার্য করেন।

নথি থেকে জানা গেছে, রাজধানী পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউলের সঙ্গে উঠেছিলেন সদ্য এমবিবিএস পাস করা চিকিৎসক জান্নাতুল। এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী কথিত বয়ফ্রেন্ড এই চিকিৎসককে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। ২০২২ সালের ১০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা শফিকুল আলম বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।

মামলার পরে গত বছরের ১১ আগস্ট রাতে চট্টগ্রাম থেকে রেজাকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপরে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে আসামিকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে কারাগারে আটক রয়েছেন আসামি।