জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন মামলায় বিমানবালার জেল

Looks like you've blocked notifications!
সিএমএম আদালতের ফাইল ছবি

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত বিমানবালা নাজমীন সিদ্দিক শোভাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের জেল দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এস এম জিয়াউর রহমান এই আদেশ দেন।

এজাহার থেকে জানা গেছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ ২০১৬ সালের ২২ নভেম্বর আসামি শোভার বিরুদ্ধে মামলা করেন। মামলায় বাদী আসামির বিরুদ্ধে ৫৭ লাখ ৪৩ হাজার ৬৮৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনেন। ২০১৯ সালের ২৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার সিএমএম আদালতে দাখিল করেন। ২০২০ সালের ১১ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত।

আসামি নাজমীন সিদ্দিক (শোভা) ১৯৮৮ সালে বাংলাদেশ বিমানে চাকরিতে যোগদান করেন এবং ২০০৭ সালে জুনিয়র পার্সার (বিমানবালা) হিসেবে অবসরে যান।