দিল্লিতে সেলফি তোলার সময়ও প্রধানমন্ত্রীকে সুষ্ঠু নির্বাচনের কথা মনে করিয়ে দেন বাইডেন
ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময়ও প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরণ করিয়ে দেন।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়ক জন কিরবি মঙ্গলবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
কিরবি বলেছেন, নয়াদিল্লিতে সেলফি তোলার সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নের গুরুত্ব নিয়ে প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন।
গত মাসে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে বাইডেন, শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ সেলফি তোলেন। এ সেলফি নিয়ে তখন দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এক সেলফিতে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়ে গেছে। বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে। মির্জা ফখরুল এখন কী বলবেন?’
জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেলফিটি বাঁধাই করে গলায় ঝুলিয়ে রাখতে পরামর্শ দেন ওবায়দুল কাদেরকে। সেলফি নিয়ে বাংলাদেশে ঝড় বইয়ে গেলেও প্রায় তিন সপ্তাহ পর হোয়াইট হাউসও এ বিষয়ে মুখ খুলল।
হোয়াইট হাউসে মঙ্গলবার রাতে ব্রিফিংয়ে একজন সাংবাদিক দিল্লিতে জো বাইডেন ও শেখ হাসিনার আলোচনার প্রসঙ্গ টানেন। তিনি জানতে চান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন কেমন দেখছেন?
জবাবে কিরবি বলেন, ‘তারা (বাইডেন ও শেখ হাসিন) অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন।’