গণতন্ত্রকামী মানুষের ওপর ‘স্যাংশন’ দিয়ে রেখেছে সরকার : এবি পার্টি
সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি–ধমকি বাদ দিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির অভিযোগ, বর্তমান সরকার নাগরিক অধিকার কেড়ে নিয়ে ১৫ বছর ধরে গণতন্ত্রকামী মানুষের ওপর ‘স্যাংশন’ দিয়ে রেখেছে।
আজ শনিবার (৭ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে বিজয় ৭১ চত্বরে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে এ আহ্বান জানায় দলটি।
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নিয়ে এবি পার্টি ওই কর্মসূচি পালন করে। বেলা ১১টা থেকে কালো পতাকা নিয়ে দলীয় কর্মীরা বিজয় ৭১ চত্বরে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে থাকেন। সমাবেশ শেষে মিছিল করেন তারা।
সমাবেশে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, ‘সবকিছু বন্ধ করে দেওয়ার হুমকি–ধমকি বাদ দিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমান সরকার নাগরিক অধিকার কেড়ে নিয়ে ১৫ বছর ধরে গণতন্ত্রকামী মানুষের ওপর স্যাংশন দিয়ে রেখেছে। স্বাধীন মতপ্রকাশ ও ভোটদানের অধিকার তো দূরের কথা, সরকার এখন হুমকি দিচ্ছে, গ্যাস, বিদ্যুৎ ও পানি সবকিছু নাকি বন্ধ করে দেবে। গণতন্ত্র এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মূল বাধা একজন—প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
সমাবেশে এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘দিল্লিতে প্রটোকলের তোয়াক্কা না করে আগ বাড়িয়ে সেলফি তুলে, ওয়াশিংটনে বাইডেন দম্পতির সঙ্গে ডিনার করেও শেষ রক্ষা হয়নি। ভিসা নিষেধাজ্ঞা ঠেকানো যায়নি।’
‘উন্নয়নের নামে বে-হিসাবি লুটপাটের কারণে অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি নোট ছাপিয়েও সামাল দেওয়া যাচ্ছে না’ উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ‘বাজারদরে আগুন, ডলারের মজুত উদ্বিগ্ন হওয়ার মতো কমছে। কিন্তু শাসকগোষ্ঠীর কোনো মাথাব্যথা নেই। যেকোনো মূল্যে ক্ষমতায় থাকাই তাদের একমাত্র লক্ষ্য।’
সভাপতির বক্তব্যে আবদুল ওহাব বলেন, ‘সারা দেশ যেমন কয়েক দিনের বর্ষার পানিতে ভিজে চুপসে গিয়েছে। বর্তমান সরকারের দীর্ঘদিনের সীমাহীন দুর্নীতি লুটপাট নৈরাজ্য গুম খুন ও স্বজনপ্রীতিতে দেশ ডুবে আছে। এই অবৈধ সরকারের হাত থেকে জাতি মুক্তি চায়।’
কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাতের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান প্রমুখ।