ট্রেড লাইসেন্সে অন্যান্য ফি নেওয়া বন্ধে ডিএনসিসিকে আইনি নোটিশ

ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন ও নবায়নে অন্যান্য ফিস নামে অতিরিক্ত ৫০০ টাকা ফিস গ্রহণ বন্ধ চেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। জনস্বার্থে আজ রোববার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিল আহমাদ রেজিস্ট্রি ডাকযোগে সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই নোটিশ পাঠান। নোটিশের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।
আইনজীবী সাকিল আহমাদ জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫-এ ট্রেড লাইসেন্স করতে যাই। গত জুলাই মাসে এ রেজিস্ট্রেশন করতে লাইসেন্স, সাইন বোর্ড, বুক ফি’র পাশাপাশি অন্যান্য ফি নামে অতিরিক্ত ৫০০ টাকা নিয়েছে। কিন্তু, আইনে অন্যান্য ফি নেওয়ার কোনো বিধান নেই। একইসঙ্গে এই অন্যান্য ফি কী বাবদ নেওয়া হচ্ছে, সেই বিষয়েও কোনো গেজেট নেই। তাই এই ফি গ্রহণ বন্ধ করতে নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন আইনজীবী সাকিল আহমাদ।