গণতন্ত্র আর খালেদা জিয়ার মুক্তি এক সূত্রে গাঁথা : অমিত
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি ও খালেদা জিয়ার মুক্তি এক সূত্রে গাঁথা। তাই সবার আগে তাঁকে মুক্ত করা জরুরি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ সোমবার (৯ অক্টোবর) বিকেলে যশোর শহরের ভোলাট্যাংক রোডে জেলা বিএনপি আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত প্রশ্ন করেন, মাত্র পাঁচ বছরের ব্যবধানে কী এমন ঘটল যে গত দুই মাস ধরে বেগম জিয়াকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া যাচ্ছে না। জেলখানায় থাকতে তাঁর খাবারে বিষ মেশানো হয়ে থাকতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন। অমিত বলেন, এর কোনো উত্তর আজ না থাকলেও ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশে এর প্রশ্নের উত্তর বের হবে। ১৫ বছর ধরে যে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেই গণতন্ত্রকে মুক্ত করেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে, ফয়সালা হবে রাজপথেই।
জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা অমলেন্দু দাস অপু, আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।