আ.লীগ নির্বাচন নয়, কোনোমতে তাদের ক্ষমতায় থাকতে চায় : মির্জা আব্বাস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিৎকিসার জন্য এই সরকারের কাছে কোনো কিছু আশা করা যায় না বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন নয়, কোনোমতে ক্ষমতায় থাকতে পারলেই তাদের হয়। আজ সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সমাবেশে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ মহানগর বিএনপি।
সমাবেশে মির্জা আব্বাস বলেন, ‘একটা কুলাঙ্গারের কথায় সংবিধানকে নিজের মতো করে তৈরি করা হয়েছে। এমনটি করা হয়েছে আজীবন ক্ষমতায় থাকার জন্য। তারা নির্বাচন চায় না। কোনোমতে তাদের ক্ষমতায় থাকতে পারলেই হয়।’
আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা আন্দোলনে আছি, আন্দোলন চলবে। সুষ্ঠু নির্বাচন ও কথা বলার অধিকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেকোনো পরিস্থিতি, বুকে গুলি খাওয়ার মানসিকতা নিয়ে আমাদের আন্দোলন থাকতে হবে।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহম্মেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নাল আবেদীন ফারুক প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।