চট্টগ্রামে ২০ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/10/yaba.jpg)
লোহাগাড়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন। ছবি : এনটিভি
চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় মাহমুদ দেলোয়ার হোসেন (৩১) নামে একজন আটক হন। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার (৯ অক্টোবর) দিনগত রাতে এই অভিযান চালায় তারা। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। ওই বাসের যাত্রী দেলোয়ারের দেহ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি রাশেদুল বলেন, ‘এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’ পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।