পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

ইয়াবাসহ রোমানকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি : এনটিভি
বরগুনার পাথরঘাটায় ১৬০ পিস ইয়াবাসহ রোমান (২৪) নামের এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড।
গতকাল বৃহস্পতিবার (১ মে) উপজেলার ট্যাংরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রোমান পাথরঘাটা থানার ছোট ট্যাংরা গ্রামের বাসিন্দা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, আটক যুবককে এবং উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
সাব্বির আহমেদ আরও বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এর ফলে মাদক পাচার ও অপরাধ দমন কার্যক্রমে অনেকাংশ অগ্রগতি হয়েছে। ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।