চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

Looks like you've blocked notifications!
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ডিএমপি নিউজে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে, চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে বলে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা পুলিশের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব। আজ রোববার (১৫ অক্টোবর) মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে বিশেষ রোলকলে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ডিসিপ্লিন ফোর্স। আমাদের কাজে-কর্মে ডিসিপ্লিন রাখতে চাই। আমাদের পোশাক-পরিচ্ছদের পাশাপাশি আমাদের মন মানসিকতাও পরিচ্ছন্ন রাখব। আমরা মানুষের ভালো করার জন্য পুলিশের চাকরিতে এসেছি। নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না। সুতরাং, নিজে আগে ভালো থাকতে হবে।’

আজ ডিএমপি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদন বলছে, পুলিশ সদস্যদের উদ্দেশে হাবিবুর রহমান বলেন, ‘আমার প্রত্যাশা, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগ পাওয়া যাবে না। কারণ, আমরা সবাই ডিসিপ্লিন ফোর্স। মনে রাখতে হবে, অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা জানি, সারা দেশে ডেঙ্গু রোগের প্রকোপ চলছে। সেটি ঢাকা মেট্রোপলিটন এলাকায় বেশি। আমাদের অনেক পুলিশ সদস্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে পুলিশ হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখেছি চিকিৎসাধীন ৮০ ভাগ রোগীই ডেঙ্গু রোগী। ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমাদের আশপাশ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সহসা ডেঙ্গু শেষ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। সুতরাং, এর থেকে বাঁচতে নিজেদের সচেতন হওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই।’ তিনি আরও বলেন, ‘খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে। মানসিকভাবে প্রফুল্ল থাকতে ও শারীরিকভাবে ফিট থাকতে ডিউটির ফাঁকে ফাঁকে খেলাধূলার বিকল্প নেই।’ উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা আয়োজন করার জন্য প্রত্যেক বিভাগের উপপুলিশ কমিশনারদের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। পাশাপাশি অতিরিক্ত ডিউটির চাপ থেকে ফোর্সের মনোবল চাঙা রাখতে সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য নির্দেশ দেন তিনি।

বিশেষ রোল কলে পিওএম বিভাগের সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারকে জানান। কমিশনার সবার বক্তব্য শুনে কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন ও কিছু বিষয়ে করণীয় সম্পর্কে দায়িত্বশীলদের দিকনির্দেশনা দেন। রোল কল শেষে তিনি (পিওএম) পুলিশ লাইন্সের ব্যারাক, মেস ও রান্নাঘর পরিদর্শন করেন। খাবারের মান বৃদ্ধিতে দায়িত্বশীলদের দিকনির্দেশনা দেন এই মানবিক পুলিশ কমিশনার।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।