ভোট ডাকাতের হাত ভেঙে ফেলতে হবে : ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, যারা এ দেশে মানুষের অর্থ ডাকাতি করে, মালের ডাকাতি করে, জানের ডাকাতি করে, মানুষের ভোট ডাকাতি করে—সেই ভোট ডাকাতের হাত ভেঙে গুঁড়িয়ে ফেলতে হবে। আজ রোববার (১৫ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘তুমিও তো অনেক কিছু করছ, ভোট দাও না কেন? তুমি তো বলেছ, জনগণ যদি আমাকে রাখে তাহলেই আমি থাকব। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, মানুষের ভোটের অধিকার চাই। এজন্য আমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ব।’
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ জাতীয় সরকারের অধীন একটি সুষ্ঠু নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাঘবের দাবিতে এই সমবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখা।
সমাবেশে ময়মনসিংহ মহানগরের সভাপতি ডা মো. নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। সভায় প্রধান বক্তা ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
সমাবেশে আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ বেলায়েত হোসেন ও জি এম রুহুল আমীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরিসহ স্থানীয় নেতারা।