বিএনপি আন্দোলনে ব্যর্থ, দাবি নানকের
বিএনপি আন্দোলনে ব্যর্থ দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘তাদের (বিএনপি) আন্দোলনে জনগণ সাড়া দেয় না। তারা হত্যার মধ্য দিয়ে দেশে একটি গোলোযোগের সৃষ্টি করতে পারে। তাই সাবধানে থাকতে হবে।’
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ আজ সোমবার (১৬ অক্টোবর) বিকেলে নানক এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দেশে একটি অরাজকতা সৃষ্টি করতে লন্ডনে বসে (তারেক রহমান) খালেদা জিয়াকে হত্যার চূড়ান্ত ছক তৈরি করা হতে পারে। এই দেশ বঙ্গবন্ধুর দেশ। এই দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।’
‘সরকার বিষ প্রয়োগের মাধ্যমে খালেদা জিয়াকে হত্যা ষড়যন্ত্র করছে’ বলে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসিচব রিজভীর বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ‘খালেদা জিয়াকে ডা. জাহিদ ও তারেকের স্ত্রী ডা. জোবায়দার তত্ত্বাবধানে চিকিৎসা করা হচ্ছে। আমরা ভয়ে আছি—বিএনপিতে থাকা আম্মা গ্রুপ আর ভাইয়া গ্রুপের কোনো অন্তর্ঘাত কি না। আমরা জানি না, ওরা হত্যার চেষ্টা করছে কি না। তবে, রিজভীর কথা অনুযায়ী খালেদা জিয়াকে ওরা হত্যা করে দেশে একটি অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করতে পারে।’

নিজস্ব প্রতিবেদক