আন্দোলনে জনগণের সম্পৃক্ততাই বিএনপির জন্য যথেষ্ট : মির্জা আব্বাস
বিএনপির স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আন্দোলনে জনগণের সম্পৃক্ততাই আমাদের জন্য যথেষ্ট। আজ সোমবার (১৬ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘আজকের সমাবেশ সরকারের প্রতি স্পষ্ট একটি বার্তা—তোমাদের আর সময় নেই।’
আব্বাস বলেন, ‘আমরা বলি না, তলে তলে কিছু হয়ে গেছে। আমাদের সঙ্গে জনগণ আছে, আন্দোলনে তাদের সম্পৃক্ততাই আমাদের জন্য যথেষ্ট।’
মির্জা আব্বাস বলেন, ‘সামনে কঠোর আন্দোলন, সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৪৩ লাখ মামলা, তারা যদি সবাই ঢাকার দিকে আসতে থাকে, বিচার বিভাগের কোনো খরব থাকবে? প্রয়োজনে সবাইকে ঢাকায় এনে জড়ো করে, যা করার সেটাই করব।’