ঢাবি শিক্ষার্থীকে প্রলয় গ্যাংয়ের মারধরে পেছাল প্রতিবেদন

Looks like you've blocked notifications!
সিএমএম আদালতের ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধর করেছিল একই বিশ্ববিদ্যালয়ের ‘প্রলয় গ্যাংয়ের’ সদস্যরা। এ ঘটনায় শাহবাগ থানায় হয়েছিল মামলা। সেই মামলার তদন্ত প্রতিবেদন আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) আদালতে জমা দেওয়ার কথা ছিল তদন্তকারী কর্মকর্তার। তবে, তিনি প্রতিবেদন জমা দিতে পারেননি। ফলে প্রতিবেদন জমার জন্য ২৭ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিনধার্য করেন।

এর আগে মারধরের ঘটনায় গত ২৬ মার্চ শাহবাগ থানায় ঢাবির ২০ ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় থেকে সাতজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ছাত্র জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান।

মামলার অভিযোগে বলা হয়, ঢাবি শিক্ষার্থী জোবায়েরকে হত্যার উদ্দেশ্যে স্ট্যাম্প, রড, বেল্ট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন আসামিরা। এতে তার মাথা ও চোখে গুরুতর জখম হয় এবং ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। মারধরের সময় জোবায়েরের বন্ধুরা তাকে রক্ষা করতে গেলে তাদেরও এলোপাতাড়ি পেটান তারা। এ সময় জোবায়েরের বন্ধুদের প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখানো হয়। মারধরে জোবায়ের চেতনা হারিয়ে ফেললে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে, জোবায়েরকে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।