কালো কোট-গাউনে ফিরে যাচ্ছে বিচারিক আদালত
দীর্ঘ পাঁচ মাস পর কালো কোট-গাউনে ফিরে যাচ্ছেন বিচারিক আদালতের বিচারক ও আইনজীবীরা। তাপপ্রবাহের কারণে এ পোশাকটি পরিধান করার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছিল। আগামী রোববার (২২ অক্টোবর) থেকে আবারও বাধ্যতামূলক কালো কোট-গাউন পরতে হবে আইনজীবী ও বিচারকদের।
এ বিষয়ে বুধবার (১৮ অক্টোবর) প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালত-ট্রাইব্যুনালগুলোর বিজ্ঞ বিচারক এবং বিজ্ঞ আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত অত্র কোর্টের গত ১৩ মে দেওয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলো।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, অধস্তন আদালত-ট্রাইব্যুনালগুলোর বিজ্ঞ বিচারক ও বিজ্ঞ আইনজীবীদেরকে মামলা পরিচালনার সময় সিভিল রুলস অ্যান্ড অর্ডার ও ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডারের বিধান যথাযথ অনুসরণপূর্বক পোশাক পরিধান করার নির্দেশ প্রদান করা হলো। এটি আগামী ২২ অক্টোবর (রোববার) হতে কার্যকর হবে।’
এর আগে দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে গত ১৩ মে অধস্তন আদালতে শুনানির সময় আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা তুলে দেন প্রধান বিচারপতি।