বিএনপির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : মির্জা আজম
যারা দেশের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির উদ্দেশে মির্জা আজম বলেন, ‘তারা রাজনৈতিক কর্মসূচিতে ব্যর্থ। তাই মহাসমাবেশের মতো শেষ কর্মসূচি দিয়ে মরণ কামড় দিতে চায়। ২০১৪ ও ২০১৮ সালে তারা যা করেছে আবার তা করতে চায়। কিন্তু এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে, তাদের মোকাবিলাসহ প্রতিহত করার জন্য। প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্যই তারা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেছে। আর তা হলো ২৮ তারিখ মহাসমাবেশের নামে ঢাকা অবরোধ।’
মির্জা আজম আরও বলেন, ‘তারা মহাসমাবেশের নামে ঢাকা অবরোধ করে মরণ কামড় দিতে চায় কিন্তু তা হতে দেওয়া হবে না। ওই দিন আওয়ামী লীগও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক নেতাকর্মীকে সমাবেশে অংশ গ্রহণ করতে হবে।’
আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীদের ব্যর্থ করতে প্রস্তুত আছে জানিয়ে মির্জা আজম বলেন, ‘বিএনপি-জামায়াত মীর জাফরে পরিণত হয়েছে। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বিদেশি শক্তির কাছে বাংলাদেশের ক্ষমতা উঠিয়ে দিতে চায়। তারা নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না। তারা চায় শুধু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে একটি অসাংবিধানিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতা আনতে। কিন্তু আওয়ামী লীগ তাদের এই দেশবিরোধী ষড়যন্ত্রকে ব্যর্থ করতে প্রস্তুত আছে।’
বর্ধিত সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ অ্যাডভোকেট খোকন সাহা, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান ভুইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।