বিএনপির মহাসমাবেশ ২৮ অক্টোবর, জানমাল রক্ষায় প্রস্তুত পুলিশ
রাজধানীতে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ করবে বিএনপি। এই কর্মসূচির ঘিরে সহিংসতা ও জনগণের জানমালের ক্ষতির চেষ্টা করলে তা প্রতিরোধে প্রস্তুত পুলিশ। পাশাপাশি সরকারি সম্পদ রক্ষায় নেওয়া হয়েছে সব প্রয়োজনীয় ব্যবস্থা। আজ শনিবার (২১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজামণ্ডপ পরির্দশনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ্ আল মামুন এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি যারা করার তারা করবে, কিন্তু জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর আমরা যারা আছি, আমরা প্রস্তুত আছি। জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি। কেউ জনগণের জানমাল ও নিরাপত্তা ব্যবস্থার হুমকি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাদের সকল প্রস্তুতি রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম রাসেল, র্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মনিরুল ইসলাম, এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ প্রমুখ।