চাঁদপুরে অবৈধ মাছ শিকারে জাল ও নৌকাসহ ১০৩ জেলে আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/22/caandpur_chbi.jpg)
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর নৌ সীমানায় মা ইলিশ রক্ষা অভিযানে মাছ ধরার অপরাধে ১০৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ২৪ ঘণ্টায়য় মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর ৭০ কিলোমিটার এলাকায় পৃথকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৩ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ২৫০ মিটার জাল, ৪৪টি জেলে নৌকা ও ৫৯৩ কেজি ইলিশ জব্দ করা হয়। এর মধ্যে আটক ৩৪ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া আটজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
নৌ পুলিশ সুপার কার্যালয়ের উপ-পুলিশ পরিদর্শক মো. ইউসুফ জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকা জুড়ে নৌ পুলিশের ছয়টি থানা ও ফাঁড়ি এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল জাল, নৌকা, ইলিশসহ জেলেদের আটক করা হয়েছে। ২৪ ঘণ্টায় ১৪টি মামলা ও চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এই নিষেধাজ্ঞার আওতায় চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের উপকূলের ছয়টি মাছের অভয়াশ্রম রয়েছে।