নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার : পানি সংকটে হাজারো কৃষক
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ ধরায় পানি সংকটে পড়েছে হাজারো কৃষক ও নদীপাড়ের বাসিন্দারা। ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারের পূর্ব পাশে ব্রিজের দক্ষিণে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করায় এক পাশে পানি থাকলেও অপর পাশে নেই পানি।
এতে গল্লাক থেকে শুরু করে দক্ষিণে লক্ষ্মীপুর জেলার কাটাখালি পর্যন্ত হুমকিতে পড়েছে প্রায় ৫০০ হেক্টরের আবাদি কৃষি জমি। স্থানীয় কৃষকদের দাবি, আবাদি জমির রোপা ধান রক্ষায় দ্রুত পানির ব্যবস্থা করা। স্থানীয় একটি মহল মাছ শিকারের জন্য বাঁধ দিয়ে মাছ ধরায় এই সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা কিবরিয়াসহ কয়েকজন জানান, কিছু মানুষ লাভবান হওয়ার জন্য নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকসহ স্থানীয় মানুষ। নদীতে পানি একেবারে কম, তার ওপর বাঁধ দেওয়ায় আমরা পানি সংকটে ভুগছি। গোসল করা, ধোয়াসহ কৃষি জমিতে নদীর পানি প্রয়োজন হয় কিন্তু এখন নদীতে পানি নেই।
কৃষক সুকুমার বলেন, ডাকাতিয়ার এই শাখা নদীটি মৃত হয়ে যাচ্ছে। কোন গভীরতা নেই। এরমধ্যে বাঁধ দিয়ে মাছ ধরলে নদীকে আর বাঁচানো যাবে না। পানি সংকটে ফসলি জমিতে পানি দিতে পারছি না। এতে করে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। নদীর বাঁধ অপসারণ করে পানির ব্যবস্থা করতে হবে।
স্থানীয় স্কিম ম্যানেজার মোহসীন বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করতে স্থানীয়দের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নদী গভীরতা বাড়াতে খনন জরুরি। না হলে কৃষকদের রোপা আমনে প্রভাব পড়বে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, নদীতে বাঁধ দেওয়ার বিষয়ে তদন্ত চলছে। নদীতে বাঁধ দিয়ে মাছ ধরা অপরাধ। উপজেলার কোথায় কোথায় বাঁধ দিয়ে মাছ ধরা হচ্ছে, তা চিহ্নিত করা হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় বাঁধগুলো অপসারণ করা হয়েছে। সামনে এসব জায়গাগুলোতে অবৈধভাবে বাঁধ দেওয়া হলে দ্রুত অপসারণসহ ব্যবস্থা না হবে।