হাতিরঝিলে রান বাংলা ইন্টারন্যাশনালের ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা

Looks like you've blocked notifications!
হাতিরঝিলে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার টাইটেল স্পনসর সেইলরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি : বিজ্ঞপ্তি

হাতিরঝিলে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে রান বাংলা ইন্টারন্যাশনাল। আগামী শুক্রবার ভোর ৬টায় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৩ অক্টোবর) রাজধানীতে টাইটেল স্পনসর সেইলরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জনানো হয়। 

এবারের প্রতিযোগিতায় নারী-পুরুষ মিলিয়ে অংশ নেবেন মোট এক হাজার ৫৫০ প্রতিযোগী। দেশি দৌড়বিদদের সঙ্গে বিদেশিরাও অংশ নেবেন এবারের ১০ কিলোমিটার দৌড়ে।

হাতিরঝিলে এফডিসি প্রান্ত থেকে শুরু হবে প্রতিযোগীদের দৌড়। পুরো হাতিরঝিল ঘুরে প্রতিযোগীদের দৌড় শেষ হবে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার এলাকায় এসে।

রান বাংলা ১০ কিলোমিটার দৌড় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন অনুমোদিত একটি প্রতিযোগিতা। এই দৌড়ে অংশ গ্রহণকারীদের দেওয়া সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে জানান আয়োজক রান বাংলার ডিরেক্টর অব রেস খন্দকার রাজীব হোসেন। দৌড় শেষ করা শিক্ষার্থী প্রতিযোগিতারা পড়ালেখার বাইরেও এই সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি।

তারা আরও জানায়, কোভিড-১৯ পরবর্তী ঢাকাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা, তরুণদের মানসিক অবসাদ এবং মাদকাসক্তি প্রতিহত করতে এই আয়োজন।