রাজধানীতে খেলাফত মজলিসের মিছিল
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং কারাগারে আটক আলেম-ওলামাদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিস।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পর খেলাফত মজলিস ঢাকা মহানগরীর আয়োজনে মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর, পল্টন এলাকা ঘুরে আবার বায়তুল মোকাররমের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, মাওলানা মামুনুল হকসহ আলেমদের দ্রুত মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে খেলাফত মজলিস এই বিক্ষোভ করেছে। সরকারকে এসব দাবি মানতে বাধ্য করে তাদের পতন ঘটাতে হবে।
বক্তারা আরও বলেন, দেশে এই মুহূর্তে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয়। এ সরকার বিগত দিনে যতগুলো নির্বাচন করেছে, সবগুলোতে ভোট কারচুপি করে দলীয় প্রার্থীদের জিতিয়েছে।