আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে শুরু হয়েছে। আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশ শুরু হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল। এর আগে বেলা ১১টা থেকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সমাবেশস্থল নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর রয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগরের সঞ্চালনায় চলছে নেতাদের বক্তব্য। এতে মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
এর আগে দুপুর ১টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ সমাবেশটি আয়োজন করেন।
আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় সংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন লোকসংগীতশিল্পী লিপি সরকার। তারপর ফকির শাহাবুদ্দিনসহ আরও কয়েকজন শিল্পী গান পরিবেশন করেন।
এর আগে নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা মহানগরের ওয়ার্ড ও থানা থেকে নেতারা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।