বাসে অগ্নিসংযোগকারী ডিবির কেউ না : ডিবি প্রধান
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেছেন, রাজধানীর কাকরাইলে বাসে অগ্নিসংযোগকারী আইনশৃঙ্খলা বাহিনীর বা ডিবির কেউ না। অনেক সময় ডিবির জ্যাকেট পরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে অপরাধীরা। ঢাকায় বাসে আগুনের ঘটনাটিও তেমন কোনো চক্র। যারাই এটা করেছে, তাদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান।
গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে তিনি এ কথা বলেন। এর আগে রাজধানীর কাকরাইলে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসের চালক নুরুল হক গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, ‘একটি মোটরসাইকেলে আসা দুজন আরোহী বাসটিতে আগুন দেয়। তাদের পরনে ডিবির জ্যাকেট ছিল।’
এই অভিযোগের বিষয়ে হারুন অর রশীদ বলেন, ‘আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পড়ে ডাকাতি করেছে, ডিবির ড্রেস পরে ছিনতাই কাজে জড়িত। আমরা ওই ডাকাতদের গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে ড্রেস উদ্ধার করেছি। তেমনিভাবে আজকে যারা বলছে যে আইনশৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পরে বাসে আগুন লাগিয়েছে আমরা তাকে খুঁজছি। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করব। আমি মনে করি, এরা অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব।’
হারুন অর রশীদ বলেন, ‘আমাদের রাজারবাগ পুলিশ হাসপাতালের অ্যাম্বুলেন্স আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে তারাই ওই কাজটাও করেছে। এখন হয়তোবা তারা মনে করছে, একটা ড্রেস পড়িয়ে দিয়ে জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা যাবে, সেটা হবে না। যারা এই কাজটি করেছে নিন্দনীয় কাজ করেছেন। তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু ওই বাসটা নয়, আরও যেই বাসে আগুন লাগিয়েছে তারা একটা চক্র। যারা আইনশৃঙ্খলা নস্যাৎ করে বিভিন্ন গাড়িগুলোতে আগুন দিয়েছে।’