বাইডেনের কথিত উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবি পররাষ্ট্রমন্ত্রীর
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়া বিদেশি নাগরিক মিয়ান আরাফিকে ‘ভুয়া’ বলে আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। কথিত ওই উপদেষ্টাকে গ্রেপ্তার করা উচিত বলেও জানান তিনি। রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আজ রোববার (২৯ অক্টোবর) এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির মহাসমাবেশকে ঘিরে গতকাল পুলিশ ও দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতারা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ওই সময় মিয়ান আরাফি নামের এক ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি নিজেকে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি উপদেষ্টা হিসেবে নিজেকে পরিচয় দেন।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তিনি (বাইডেন) এতটা আহাম্মক না যে এমন একজন ভুয়া লোককে তিনি উপদেষ্টা করে আমাদের দেশে পাঠাবেন। এটা একটা ভুয়া লোক, একে গ্রেপ্তার করা উচিত।’
মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টার পরিচয় দেওয়া ব্যক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কি না, এমন প্রশ্নের জবাবে এ কে আব্দুল মোমেন বলেন, ‘ওই ব্যক্তির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমেরিকান মিশন বলেছে, তারা ওকে চিনে না। তার নামটা দেখে সন্দেহ হয়। সুতরাং, এটা চেক করতে হবে, সন্দেহ আছে।’
সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনীর ওপর হামলা অগ্রহণযোগ্য। যারা জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা করেছে তাদের লজ্জা পাওয়া উচিত। তাদের অনুশোচনা করা উচিত। কারণ, একটা ফোর্স মানুষের সেবার জন্য আছে। যে দল এটা করেছে তাদের প্রত্যেকের এটা নিয়ে লজ্জা পাওয়া উচিত। পাবলিকলি পুলিশ বাহিনীর কাছে তাদের অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া উচিত।’