যুক্তরাষ্ট্রে মজুরি তিনগুণ করে অন্য দেশ নিয়ে কথা বলা উচিত : পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা তাদের দেশের শ্রমিকদের মজুরি তিনগুণ করার পর অন্য দেশের শ্রমিকদের মজুরি নিয়ে কথা বলা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের মজুরি ৫৬ শতাংশ বাড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা চান তিনগুণ।’
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার এলাকায় নিজের নির্বাচনি প্রচার-প্রচারণার উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
সম্প্রতি আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) প্রেসিডেন্ট ও সিইও স্টিফেন লামারকে চিঠি দেন মার্কিন কংগ্রেসের আট সদস্য। চিঠিতে তারা বলেন, বাংলাদেশের পোশাক শ্রমিকদের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি যথেষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের ওই চিঠি নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাদের ধন্যবাদ জানাই। তারা একটা কাজ করতে পারে, নিউইয়র্কে প্রতি ঘণ্টায় মজুরি ১৫ ডলার। যদি তারা বাড়িয়ে ৪৫ ডলার করতে পারে ও আদর্শ তৈরি করে, তখন আমরাও তাদের পথ অবলম্বন করব। উচ্চ মূল্যস্ফীতির কারণে আমেরিকার মানুষ কষ্ট পাচ্ছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. আব্দুল মোমেন বলেন, ‘আওয়ামী লীগ সংঘাতবিহীন নির্বাচন চায়, আদর্শ দেখাতে চায়।’
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহ্বান জানান সিলেট-১ আসনের এই সংসদ সদস্য।
পরে নগরীর দরগাহ এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।