রাজধানীতে সহিংসতায় ডিএমপিতে একদিনে ২৮ মামলা
আইনশৃঙ্খলা ও সহিংসতার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগের থানাগুলোতে একদিনে মোট ২৮টি মামলা হয়েছে। আজ রোববার (২৯ অক্টোবর) রাত সোয়া ৮টায় ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) হলেন মো. ফারুক হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির রমনা বিভাগের শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। মতিঝিল বিভাগের শাহজাহানপুর থানায় ছয়টি মামলা হয়েছে। একই বিভাগের পল্টন, মতিঝিল, খিলগাঁও, রামপুরা ও মুগদা থানায় একটি করে আরও পাঁচটি মামলা হয়েছে।
এ ছাড়া ওয়ারী বিভাগে ডেমরা, ওয়ারী ও যাত্রাবাড়ী থানায় একটি করে মোট তিনটি, তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানায় দুটি মামলা হয়েছে।
মিরপুর বিভাগে মিরপুর মডেল থানায় একটিসহ মোট সাতটি মামলা হয়েছে। এই বিভাগের অন্য থানাগুলোর মধ্যে পল্লবী, কাফরুল, দারুস সালাম, শাহআলী, রূপনগর ও ভাষানটেক থানায় একটি করে মামলা হয়।
এ ছাড়া গুলশান বিভাগের ভাটারা থানায় দুটি ও বাড্ডা থানায় একটি করে মামলা হয়েছে। আর উত্তরা বিভাগের উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে একটি।