নাটোরে সাংবাদিকদের সঙ্গে আ.লীগের মতবিনিময়
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/29/snapshot_pic.jpg)
নাটোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম। ছবি : এনটিভি
‘আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের উন্নয়নকে সহ্য করতে পারছে না। সেই কারণে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সরাসরি হস্তক্ষেপ করে বিভিন্ন রকম স্যাংশনের নামে আমাদের ভয় দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে’—বলে অভিযোগ করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম।
আজ রোববার (২৯ অক্টোবর) রাতে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ অভিযোগ করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাওয়া এই বাংলাদেশে বিদেশিদের চিন্তা-চেতনা কোনো ভাবেই কাজে আসবে না।’
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সহসভাপতি ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহসভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আলী বাবলু, মালেক শেখ, চিত্তরঞ্জন সহা প্রমুখ উপস্থিত ছিলেন।