ই-টেন্ডারিং বিষয়ে সাংবাদিকসহ স্টক হোল্ডারদের সঙ্গে মতবিনিময়
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/08/natore-egp-meeting-pic.jpg)
নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় আজ বৃহস্পতিবার বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজিজ তাহের খান। ছবি : এনটিভি
সরকারের ক্রয় ও টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছ ও ঝুঁকিমুক্ত করতে দেশের এক লাখের বেশি ঠিকাদারকে ই-টেন্ডারিং প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকসহ স্টক হোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এতথ্য জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজিজ তাহের খান।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় বিসিসিপি প্রকল্পের উপপরিচালক জিনাত সুলতানা, সিপিটিইউ প্রকল্পের কনসালটেন্ট মেহের আফরোজসহ জেলার সব দপ্তরপ্রধান, সাংবাদিক, ব্যাংকার ও ঠিকাদাররা অংশ নেন।
এ সময় বক্তারা ই-টেন্ডারিংয়ের বিভিন্ন সুবিধার পাশাপাশি অসুবিধার বিষয়গুলোও তুলে ধরে তা সমাধানের অনুরোধ জানান।