বিডিপিএফের পরিচিতি সভা ও মতবিনিময়
রাজধানী ঢাকায় জ্ঞান, গবেষণা ও উন্নয়নে বৈশ্বিক অবদান নিশ্চিত করার লক্ষে গঠিত বাংলাদেশ ডক্টরেটস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের (বিডিপিএফ) পরিচিতি সভা ও মতবিনিময় হয়েছে। এ সময় সংগঠনটির আনুষ্ঠানিক পরিচিতি, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
আজ রোববার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বিডিপিএফ পরিচিতি সভায় বলা হয়, ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডক্টরেট (পিএইচডি) ডিগ্রি অর্জনকারী বাংলাদেশি গবেষক ও ফিনল্যান্ডে স্থায়ীভাবে বসবাসকারী পিএইচডি ডিগ্রিধারী পেশাজীবীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে এই প্ল্যাটফর্ম গঠিত হয়েছে।
বিডিপিএফ একটি অরাজনৈতিক, নিরপেক্ষ ও কমিউনিটি-ভিত্তিক প্ল্যাটফর্ম উল্লেখ করে বলা হয়, বাংলাদেশি ডক্টরেট ডিগ্রিধারীদের মধ্যে পেশাগত, সামাজিক ও মেধাগত সংযোগ স্থাপন করাই এর লক্ষ্য। এই প্ল্যাটফর্ম গবেষকদের বহুমাত্রিক জ্ঞান-বিনিময়, গবেষণা সহযোগিতা, নেটওয়ার্কিং ও মেন্টরশিপে উৎসাহিত করবে—যাতে তাঁরা বাংলাদেশের উন্নয়নে বাস্তব অবদান রাখতে পারেন।
এ সময় বিদেশে অবস্থানরত বাংলাদেশি গবেষকদের জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণা ধারাকে দেশের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি জাতীয় অগ্রগতির সঙ্গে যুক্ত করার জন্য একটি স্থায়ী, সুশৃঙ্খল ও কার্যকর চ্যানেল তৈরির প্রতি গুরুত্বারোপ করা হয়।
বিডিপিএফ পরিচিতি সভায় ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাংলাদেশে বৈজ্ঞানিক শিক্ষার পদ্ধতি, টেকসই উন্নয়ন, টেকনোলজি ট্রান্সফার, আইটি ইত্যাদি বিষয়ে পরিকল্পনা ও ভবিষ্যতে কাজের সুযোগ নিয়ে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বিডিপিএফের কার্যকরী কমিটির সভাপতি ড. মো. মুঞ্জুরে মওলা, সদস্য সচিব ড. জি এম আতিকুর রহমান, প্রোগ্রামবিষয়ক কনসালটেন্ট ড. মো. আব্দুল হাই, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ড. এ কে এম সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ ড. মো. সানাউল হক প্রমুখ।

এনটিভি অনলাইন ডেস্ক