উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ গ্রেপ্তার ২
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার এক কমান্ডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিদেশি পিস্তল, একনলা বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পৃথক অভিযান চালানো হয়। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল মঙ্গলবার দিনগত রাতে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ফলিয়াপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় এপিবিএন পুলিশ একটি ঝুপড়ি ঘর থেকে নুর কামাল প্রকাশ হাশিম উল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৬ ব্লকের বাসিন্দা।’
পুলিশ সুপার মো. সাইফুজ্জামান আরও বলেন, ‘গ্রেপ্তার নুর কামাল মিয়ানমারের রাখাইন স্টেটের সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ পর্যায়ের কমান্ডার। তার বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি পাঁচটি মামলার আসামি।’
অপরদিকে, কক্সবাজার র্যাব-১৫ এর মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানান, মঙ্গলবার দিনগত রাতে এপিবিএন, পুলিশ, র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে যৌথ অভিযান চালায়। অভিযানে আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমান নামে আরসার এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।’