পুলিশ হত্যা মামলায় ছাত্রদলনেতা আমান রিমান্ডে

Looks like you've blocked notifications!
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফাইল ছবি

বিএনপির মহাসমাবেশ চলাকালীন ফকিরাপুল এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৭ নভেম্বর)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। 

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. তরীকুল ইসলাম আসামিকে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। 

রিমান্ড শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, পুলিশের ছোড়া টিয়ারসেলে পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনার সাথে আসামি আমান উল্লাহ কোন ভাবে জড়িত নয়। শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। 

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক। এর আগে সোমবার (৬ নভেম্বর) বিকেলে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের একটি টিম রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

নথি থেকে জানা গেছে, গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়েছে। 

এ ছাড়া মামলায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়। মামলায় মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, নিপুণ রায় চৌধুরী, আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আসামি করা হয়েছে।