শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য মেট্রোরেলের বিশেষ সেবা
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীদের সুবিধার্থে বিশেষ সেবা চালু করতে যাচ্ছে মেট্রোরেল। আগামীকাল বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিট থেকে শুরু হবে এই সেবা। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই চলবে বিশেষ সেবা।
জানা গেছে, বুধবার উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিট থেকে দুটি বিশেষ মেট্রোরেল চলবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, বর্তমানে চালু থাকা সব মেট্রোরেল স্টেশনে বিশেষ মেট্রোট্রেন দুটি থামবে।
পোস্টে এমআরটি লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) উপসচিব তরফদার মাহমুদুর রহমানের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, ‘শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭ টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুইটি মেট্রোট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মেট্রোট্রেন দুইটি বর্তমানে চালু সব মেট্রোরেল স্টেশনে থামবে। এই মেট্রোট্রেন দুইটিতে শুধুমাত্র এমআরটি অথবা র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।’