ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে আজ শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ খেলাফত আন্দোলন।  ছবি : স্টার মেইল

বাংলাদেশ খেলাফত আন্দোলন ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। আজ শুক্রবার (১০ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। তার আগে সমাবেশে বক্তব্য দেন দলটির নেতারা।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত আন্দোলনের আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। 

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দৃঢ়। এ বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, ফিলিস্তিনে বর্বর হামলা প্রমাণ করেছে, ইসরায়েল গোটা দুনিয়ার এবং মানবতার শত্রু। 

সমাবেশ থেকে ইসরায়েল এবং দেশটির সব পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। পরে ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।