সাভারে সড়কের পাশে থেমে থাকা বাসে আগুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/13/saabhaar_1.jpg)
সাভারের বলিয়াপুরে সড়কের পাশে থামিয়ে রাখা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি
বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিন রাতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় গতকাল রোববার (১২ নভেম্বর) গভীর রাতে ইতিহাস পরিবহণের বাসে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আসোয়াদুর রহমান।
আগুনের বিষয়টি জানিয়ে সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘রাতে বলিয়ারপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আমাদের দুটি ইউনিট। তাদের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’