আস্থা রাখুন শেখের বেটি শেখ হাসিনার প্রতি : ওবায়দুল কাদের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/13/oka.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনাদের প্রতি অনুরোধ, আস্থা রাখুন শেখের বেটি শেখ হাসিনার প্রতি। আগামী জানুয়ারির ফাইনালে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জয় হবে।’
খুলনা সার্কিট হাউজ মাঠে আজ সোমবার (১৩ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘গত ১৫ বছরে বাংলাদেশ অনেক বদলে গেছে। বঙ্গবন্ধুর কন্যা সারা দেশের উন্নয়ন করেছেন। খুলনার মানুষ আপনারা তো অনেক পেয়েছেন। যেদিকে তাকাই সে দিকেই উন্নয়ন। কিছু নদী আছে ড্রেজিং করা লাগবে। তো আরেক বার ক্ষমতায় না আসলে কেমনে হবে। তাই আবার ভোট দিয়ে সরকার গঠন করতে হবে।’
এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘খেলা হবে। কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে। সেমিনাইল হবে। এরপর ফাইনাল।’
২৮ তারিখে বিএনপির সমাবেশের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘ফখরুল সেদিন কীভাবে মঞ্চ থেকে পালালো। তারপর কি এক আরাফিরে নিয়ে এলো। সে নাকি ভগবান। কিন্তু পারছে। জনগণ শেখ হাসিনার সাথে আছে। যার সাথে আল্লাহ আছে, তার আবার কিসের ভয়।’
বিএনপির সমালোচনা করে কাদের আরও বলেন, ‘বিএনপি এখন শেষ হওয়ার পথে। তারা বেশি তর্জন-গর্জন করতে গিয়ে শেষ হওয়ার পথে।’