একদিনে তিন লাখ মানুষকে বেকার করেছিলেন খালেদা জিয়া : শেখ হেলাল
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, ‘যে মোংলা পোর্টের ওপর খুলনা ও বরিশালের মানুষের আয় নির্ভরশীল, সেই তিন লাখ মানুষকে এক দিনে বেকার করে দিয়েছেন খালেদা জিয়া। তিনি মোংলা পোর্ট বন্ধ করে দিয়েছেন। এটাই বিএনপির চরিত্র।’
আজ সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউজ মাঠে আয়োজিত আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে শেখ হেলাল উদ্দিন এসব কথা বলেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন।
এ সময় শেখ হেলাল বলেন, খালেদা জিয়া এখান থেকে নির্বাচিত হয়েছেন অথচ খুলনার জন্য কিছুই করেননি। খুলনাবাসীর কাছে আমার একটাই আবেদন, নির্বাচন এসে গেছে। আপনাদের খুলনাবাসীকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা ২০০১ সালের কথা ভুলে গেছেন কি না? খালেদা জিয়া এ খুলনা থেকে নির্বাচন করেছিলেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর একবারও কি খুলনাবাসীর কাছে এসেছিলেন? আসেননি। উনি ওনার অর্থমন্ত্রী সাইফুর রহমানের সাথে আলাপ করে, যে মোংলা পোর্টের ওপর খুলনা ও বরিশালের মানুষের আয় নির্ভরশীল, সেই তিন লাখ মানুষকে এক দিনে বেকার করে দিয়েছেন। তিনি মোংলা পোর্ট বন্ধ করে দিয়েছেন। এটাই বিএনপির চরিত্র। আর শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে বলেছিলেন, আমি নির্বাচিত হতে পারলে এ মোংলা পোর্ট খুলে দিব, পদ্মা ব্রিজ করে দেব। তিনি করে দিয়েছেন। খালেদা জিয়া বলেছেন, মোংলা পোর্ট মাটি ভরাট হয়ে গেছে, এটা বন্ধ করে দাও। আর আজ শেখ হাসিনার দৌলতে বাংলাদেশে আমদানির ৪০% মাল এ মোংলা পোর্ট দিয়ে আসে। এ অঞ্চলের মানুষ আবার অর্থনৈতিক সফলতা ফিরে পেয়েছে। জুট মিলগুলো বন্ধ করে দিয়েছে বিএনপি। আমাদের সরকার ভর্তুকি দিয়ে সেগুলো চালু করার চেষ্টা করছে।
সমাবেশে বঙ্গবন্ধু ও নিজ পরিবারের কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমার বোনের প্রতি আপনাদের যে বিশ্বাস যে ভালোবাসা; এ ভালোবাসা দেখে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’