মানবতাবিরোধী অপরাধ : শামসুল হকের সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের শামসুল হকের সাজা কমানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ড কমিয়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আসামির আপিল খারিজ এবং ট্রাইব্যুনালের রায় পরিবর্তন করে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
২০১৬ সালের ১৮ জুলাই এ মামলার রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে আট আসামির মধ্যে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
রায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন—জামালপুরের আশরাফ হোসাইন, আবদুল মান্নান ও আবদুল বারী। আর আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন—ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন, হারুন, আবুল হাশেম, মো. শামসুল হক ওরফে বদর ভাই ও এস এম ইউসুফ আলী।