ময়মনসিংহে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল
ময়মনসিংহে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন চলছে। অবরোধের সমর্থনে আজ বুধবার (১৫ নভেম্বর) সকালে শহরের চরপাড়া ভাটিকাশর এলাকায় মিছিল করেছে মহানগর ছাত্রদল।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন। মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এদিকে, বিরোধী দলগুলোর ডাকা পঞ্চম দফার অবরোধে আজ সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে ইজিবাইক ও অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। খুলেছে কাঁচাবাজার-দোকানপাট। এ ছাড়া পণ্যবাহী যানও চলাচল করতে দেখা গেছে।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর মূল পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।