আজ বিএনপি ও বিরোধী জোটের অবরোধ-হরতাল

Looks like you've blocked notifications!
বিএনপি ও বিরোধী জোটের ডাকে অবরোধ-হরতালে বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ মোড়ের চিত্র। ছবি : এনটিভি

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর)। এ ছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আজ অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। একই কারণে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বুধবার (১৫ নভেম্বর) দিনগত রাতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে বৃহস্পতিবার হরতাল ডাকে সংগঠনটি।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, ‘দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের তফসিল প্রত্যাখ্যান করছি। গণদাবির বিপক্ষে গিয়ে প্রহসনের তফসিল ঘোষণায় গণতন্ত্র মঞ্চ এই নির্বাচন কমিশনকেও প্রত্যাখ্যান করছে।’

১২ দলীয় জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের (ইসি) একতরফা ও প্রহসনের নির্বাচনি তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তফসিলকে স্বাগত জানালেও বিএনপিসহ সমমনা দল ও তাদের জোট এটিকে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, গতকাল বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়, যা শেষ হবে আগামী শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টায়।

চতুর্থ দফা অবরোধের শেষ দিন গত সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী জানান, ১৫ নভেম্বর ভোর ৬টা থেকে ১৭ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বিএনপির এই নেতা জানান, দেশব্যাপী নির্বিচারে হত্যা, নির্যাতনের প্রতিবাদে, গ্রেপ্তার করা রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি এবং এক দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত ৩১ অক্টোবর সকাল ৬টা থেকে প্রথম দফায় সারা দেশে তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ বেশ কয়েকটি বিরোধী দল। তিন দিনের অবরোধের শেষ দিন ২ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ফের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী, ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা অবরোধ শুরু হয়। এরপর তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ৮ নভেম্বর শুরু হয়ে ১০ নভেম্বর সকাল ৬টায় শেষ হয়। এরপর চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর সকাল ৬টা থেকে, যা শেষ হয় মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টায়।

এদিকে, গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন।

তফসিল ঘোষণায় সিইসি বলেন, আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমার দেওয়ার শেষ তারিখ। আগামী ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে মননোয়নপত্র যাচাই-বাছাই। এছাড়া, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত চলবে প্রচার-প্রচারণা।