ভারতীয় ৩৫৫ বস্তা চিনিসহ পাঁচ চোরাকারবারি গ্রেপ্তার

নেত্রকোনা সদর মডেল থানা পুলিশ ১৭ হাজার ৭৫০ কেজি (৩৫৫ বস্তা) ভারতীয় চিনিসহ পাঁচ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে এই চিনিসহ একটি ট্রাক জব্দ করা হয়।
মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সদরের মদনপুর ইউনিয়নের চন্দনকান্দি বাজারের নেত্রকোনা-কেন্দুয়া মেইন সড়ক থেকে চিনিসহ একটি ট্রাক জব্দ এবং পাঁচ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
পাঁচ চোরাকারবারি হলেন মো. হাবিবুর রহমান, মো. দ্বীন ইসলাম, সুমন মিয়া, আকাশ মিয়া ও মো. রাসেল। উদ্ধার হওয়া চিনিসহ ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়।
আটক চোরাকারবারিরা জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা কলমাকান্দা সীমান্ত এলাকা হতে চোরাচালানের মাধ্যমে চিনিগুলো এনে কিশোরগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, ‘মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জেলায় চোরাচালান নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’