হরতালের সমর্থনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিএনপির মিছিল
সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে আজ রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। হরতালের সমর্থনে বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে, কোথাও গাড়িতে অগ্নিসংযোগ বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।
আজ সকালে নগরীর চকবাজার এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, ইয়াছিন চৌধুরী লিটন ও এমদাদুল হক বাদশার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হরতালের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মহাসড়কে যান চলাচলে বাধা দেয় হরতালের সমর্থকরা।
এর আগে শনিবার রাতে চট্টগ্রামের বহদ্দারহাটে একটি বাস ও মইজ্জারটেক এলাকায় একটি পণ্যবাহী ট্রাকসহ তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এদিকে, হরতালের কারণে নগরীর সড়ক-মহাসড়ক ছিল অনেকটা ফাঁকা। স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের সংখ্যা ছিল হাতে গোনা। তবে, রাস্তায় রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। জেলা থেকে দূরপাল্লার কোনো পরিবহণ ছাড়েনি। অন্যদিকে, বিরোধী দলগুলোর কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।