ময়মনসিংহে হরতালের সমর্থনে বিএনপির মিছিল
ময়মনসিংহে হরতালের সমর্থনে মিছিল করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ রোববার (১৯ নভেম্বর) সকালে মিছিলের পাশাপাশি সড়ক অবরোধ করেন তারা।
আজ রোববার সকাল ৭টার দিকে ভালুকার সিডস্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু। সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবি করেন। এ ছাড়া ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইনের নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়েছে।
এদিকে, হরতালের কারণে নগরীর রাস্তায় যানবাহন ছিল হাতেগোনা। রোববার দুপুর পর্যন্ত জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর রাস্তায় ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক। খুলেছে কাঁচাবাজার ও দোকানপাট।
অন্যদিকে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। এ ছাড়া নগরীর বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।