নাশকতার মামলায় যাত্রাবাড়ী ওয়ার্ড শ্রমিকদলের সভাপতিসহ গ্রেপ্তার ৪
নাশকতার মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থেকে ওই থানার শ্রমিকদলের সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল শনিবার রাতে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (১৯ নভেম্বর) র্যাব-১০-এর উপপরিচালক আমিনুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যাত্রাবাড়ী থানার ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. আলী আকবর (৪৪), শ্রমিকদলের সদস্য সচিব মো. জিয়াউল হাসান খান (৪০), ৪৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক মো. শুক্কুর আলী (৫২) ও ৬৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আবু বক্কর (৫৭)।
র্যাব-১০ উপপরিচালক আমিনুল ইসলাম বলেন, গত ২৮ অক্টোবর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, লেগুনা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহণ ভাঙচুর ও ককটেল নিক্ষেপ বা দাহ্য পদার্থ দিয়ে বাসে অগ্নিসংযোগ করে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি একজন পুলিশ কনস্টেবলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ছাড়া তারা ইতোপূর্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।