নাশকতার মামলায় আলাল-নীরবসহ আটজনের কারাদণ্ড
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/31/new_project.jpg)
রাজধানীর ধানমণ্ডি থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব এবং জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম মাসুদসহ আটজনকে পৃথক ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই রায় দেন। এদিন বিচারক রায়ে আসামিদের কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। তবে উভয় ধারার সাজা একত্রে হওয়ায় তাদের দুই বছর কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সিরাজ এ বিষয়ে এনটিভি অনলাইনকে বলেন, এ মামলায় অপর আসামিরা হলেন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপিনেতা হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও মো. ইব্রাহিম।
নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমণ্ডি থানার সাতমসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন।
এ ঘটনায় রাজধানীর ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালে ১৭ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।