যশোরে আগ্নেয়াস্ত্রসহ ৩০ ককটেল উদ্ধার
যশোর সদর ও শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০টি ককটেল বোমা ও একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২০ নভেম্বর) দিনগত রাতে এসব ককটেল ও অস্ত্র উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
মেজর সাকিব হোসেন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার দিনগত রাতে যশোর শহরের বেজপাড়া, চোকদারপাড়া, আনসার ক্যাম্প ও শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি বাজারের ব্যাগ থেকে নয়টি ককটেল বোমা ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।’
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘একই সময়ে র্যাব-৬ যশোর ক্যাম্পের অপর একটি টিম শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পাশের ঝোপ থেকে একটি বালতিতে রাখা ২১টি ককটেল বোমা উদ্ধার করে। উদ্ধার হওয়া ককটেল বোমা ও অস্ত্র বেনাপোল বন্দর থানা ও যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।’