অবরোধের কারণে চট্টগ্রাম ছাড়েনি দূরপাল্লার কোনো পরিবহণ
বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির ডাকা দুই দিনের টানা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা। এই অবরোধের কারণে আজও চট্টগ্রাম ছাড়েনি দূরপাল্লার কোনো পরিবহণ।
আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁও মোহরা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি।
মহানগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র নেতারা বিক্ষোভ মিছিলে অংশ নেন। সকালে নগরীর মুরাদপুর, পাঁচলাইশ এলাকায় মহানগর যুবদল, প্রবর্তক এলাকায়। এ ছাড়া বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেছেন।
দুপুরে চান্দগাঁও এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির আবুল হাসেম বক্কর প্রথমবারের মতো বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান, ইয়াছিন চৌধুরী লিটন উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকালে নগরীর মুরাদপুর, পাঁচলাইশ এলাকায় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ ও সহসভাপতি ইকবাল হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অবরোধের কারণে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো পরিবহণ ছাড়েনি। রাস্তায় গণপরিবহণের সংখ্যাও কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট গাড়ি ও ব্যক্তিগত গাড়ি চলাচল বেড়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হরতালের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা।