পিটার হাসকে হুমকি, আ.লীগনেতার বিরুদ্ধে মামলা খারিজ

Looks like you've blocked notifications!
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়ার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে আওয়ামী লীগনেতা ফরিদুল আলমের বিরুদ্ধে মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এম এ হাশেম রাজু বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।

মামলার বাদী এম এ হাশেম রাজু আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চাপ্টারের সভাপতি এবং ফরিদুল আলম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মামলার বিষয়টি নিশ্চিত করে এম এ হাশেম রাজু এনটিভি অনলাইনকে বলেন, বিচারক আমার জবানবন্দি গ্রহণ করে মামলাটি খারিজের আদেশ দিয়েছেন। মামলা খারিজের বিরুদ্ধে শিগগিরই রিভিশন মামলা দায়ের করব। এছাড়া আগেও আরেকটি মামলা করেছিলাম, সেটিও খারিজ হয়েছিল। তার আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন করেছি। রিভিশন শুনানি আগামী বছরের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ন্যায়বিচারের জন্য হাইকোর্টে যাওয়ার কথাও ভাবছি।

এমএ হাশেম রাজু আরও বলেন, এ মামলা দায়েরের পরে মার্কিন অ্যাম্বাসি,জাতিসংঘ ও কমনওয়েলথ থেকে ধন্যবাদ দিয়েছে এবং মামলা দায়েরের পরে আমার কোন ক্ষতি বা সমস্যা হয়েছে কী না জিজ্ঞাসা করেছে। আমি মামলা করার পরে আমার ব্যবহৃত মোবাইলফোনে বিভিন্ন মানুষ হুমকি দেয়। হুমকির পরে আমি রমনা থানায় আইনগত পদক্ষেপ নিতে চাইলে, তারা আদালতে যাওয়ার পরামর্শ দেন। আমি নিজেকে নিরাপদ মনে করছি না।

অপরদিকে বিচারক মামলা খারিজের কথা উল্লেখ করে বলেন, বাদী মার্কিন অ্যাম্বাসেডরের ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধি নয়। এছাড়া এ মামলার ঘটনাস্থল কক্সবাজার, তাই বাদীর মামলা গ্রহণযোগ্য নয়।

নথি থেকে জানা গেছে, গত ৬ নভেম্বর কক্সবাজারের মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নে এক জনসভায় আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি প্রদান করেন। এই ঘটনায় বাদী দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় মামলাটি দায়ের করেন।