পাতানো নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন : চরমোনাই পীর
সরকারের পাতানো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির আমীর ও চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। একইসঙ্গে তিনি পাতানো নির্বাচন হলে ভোট দিতে কেন্দ্রে না যেতে মুসল্লিদের প্রতি আহ্বান জানান।
বরিশালের চরমোনাই ময়দানে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সভাপতির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এই ঘোষণা দেন।
চরমোনাই পীর বলেন, ২০১৪ ও ২০১৮ সালে দেখেছি দলীয় সরকারের অধীনে সাজানো, প্রহসন, ধোঁকাবাজির নির্বাচন ছাড়া আর কিছুই হয়নি। সেই তারাই (আওয়ামী লীগ) ক্ষমতায় থেকে ২০২৪ সালে একটা ফেয়ার নির্বাচন করবে, এটা হতেই পারে না। আমরা স্পষ্ট ঘোষণা করছি, এই পাতানো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না।
আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ উঠিয়ে দেওয়ার প্রতিবাদ করে রেজাউল করীম বলেন, এই সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। তারাই আবার অন্যদের ফিলিস্তিনের পক্ষে কথা বলা নিয়ে সমালোচনা করছে, যা খুবই হাস্যকর।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ঢাকার জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম তিলপাড়ার মুহাতামীম মাওলানা ইউনুছ ঢালীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায় মাহফিলে সারা দেশ থেকে আসা ছাত্রদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর চরমোনাই ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টায় আখেরি বয়ান এবং মোনাজাতের মাধ্যমে এবারের শততম বর্ষের মাহফিল সমাপ্ত হবে।