দেশপ্রেমিক জনতা সরকারকে লাল কার্ড দেখিয়েছে : চরমোনাই পীর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা অবৈধ ও প্রহসনের নির্বাচন’ বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম। তিনি আজ রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের দিন যারা ভোটবর্জনকারীদের ‘দেশপ্রেমিক ঈমানদার জনতা’ অভিহিত করে তাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, দেশপ্রেমিক জনতা সরকারকে লাল কার্ড দেখিয়েছে।
আজ রোববার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, ‘বধির নির্বাচন কমিশন ভোটপ্রদানের পার্সেন্টিসের যে কল্পকাহিনী উল্লেখ করেছে, তা শুধু হাস্যকর ও মিথ্যাই নয়, বরং কোথাও রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা, কোথাও বা প্রকাশ্য দিবালোকে গুন্ডাবাহিনীর ব্যালটপেপারে সিল মারার হলি খেলার ঘটনা ঘটিয়ে ভোটারবিহীন ভোটের আইওয়াস কাউন্ট করা হয়েছে ‘
ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, ‘ভোট বর্জনের মাধ্যমে সচেতন দেশবাসি স্বৈরাচারি সরকারকে লাল কার্ড দেখিয়ে প্রমাণ করল, দলীয় সরকারের পাতানো তথাকথিত এ নির্বাচনের নাটক শুধু দেখতেই চায় না, বরং ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’ তিনি আরও বলেন, দেশব্যাপী ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের দাবানল যেভাবে জ্বলে উঠছে, দেশবাসী জাতীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তা প্রশমিত করবে, ইনশা আল্লাহ।’