দুর্নীতিবাজদের বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করে দেব : রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যারা দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া বানায়, দেশকে পাঁচবার দুর্নীতিতে ও চোরের দিক থেকে ফার্স্ট বানায় তাদের আর ক্ষমতায় আনা যাবে না। আমরা এবার ইসলামের পক্ষে ভোট দিয়ে বাক্স ভরে দেব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনিদের ও বিদেশে টাকা পাচারকারীদের বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করে দেব।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মোংলার শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর ও উপজেলা শাখা আয়োজিত এক নির্বাচনি গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রেজাউল করীম এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম আরও বলেন, সারা দেশ ঘুরে সাধারণ মানুষের মুখে শুনেছি, তারা বলছেন—আমরা বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টির শাসনামল দেখেছি কিন্তু ইসলামের শাসনামল দেখিনি। এবার আমরা ইসলামের শাসন দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে দিন-রাত প্রহর গুনছি।
এ সময় রেজাউল করীম বাগেরহাট-০৩ আসন (মোংলা-রামপাল) আসনে ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমানের হাতে হাতপাখা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন এবং সবাইকে হাতপাখায় ভোট দেয়ার আহ্বান জানান।
মুলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিসহ দেশ ও ইসলামবিরোধী সব ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রতিবাদে মোংলায় এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোংলা উপজেলা সভাপতি মো. রেজাউল করিম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন ও মোংলা পৌর সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করীম।

আবু হোসাইন সুমন, মোংলা